Site icon Jamuna Television

করোনা আক্রান্ত হওয়ায় স্ত্রীকে ৫ তলা থেকে ফেলে দিল স্বামী

প্রায়ই দাম্পত্য কলহ চলতো। এরই মধ্যে জানতে পারে স্ত্রী করোনায় আক্রান্ত। এ নিয়ে আবার কলহ হলে মিশরের এক নারীকে পাঁচ তলা থেকে ফেলে দেয় তার স্বামী। এঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। খবর আরব নিউজ।

পুলিশের জেরায় স্বামী জানায়, স্ত্রী আক্রান্ত হওয়ায় আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাকে বাসা থেকে চলে যেতে বলেছিলাম কিন্তু রাজি না হওয়ায় তাকে ফেলে দিয়েছি।

পরে প্রতিবেশীরা অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন ওই নারী।

স্ত্রীকে ফেলে দেয়ার ঘটনায় অভিযুক্ত ওই স্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। ওই নারীর সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে আইনশৃঙ্খলা বাহিনী। স্ত্রীর জবানবন্দী নেয়ার পর স্বামীর বিচার কাজ শুরু হবে।

Exit mobile version