Site icon Jamuna Television

খুলনায় করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুু

খুলনা ব্যুরো
জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দুইজন এবং নীবিড় পর্যবেক্ষণে থাকা এক ব্যক্তি মারা গেছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারের ফোকালপার্সন ডা. মিজানুর রহমান জানান, নগরীর খালিশপুরের ৪০ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২৪ জুন রাতে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। আজ ভোরে তার মৃত্যু হয়। এছাড়া নগরীর রাগমারা এলাকার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধ ২৪ জুন বিকালে ভর্তি হন। গতকাল রাতে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, করোনা উপসর্গ নিয়ে রায়েরমহল এলাকার এক যুবক ২৩ জুন ভর্তি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ ভোরে তিনি মারা যান। তিনজনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

Exit mobile version