Site icon Jamuna Television

ঢাবি শিক্ষার্থী সুমাইয়া হত্যায় স্বামী ও শ্বশুরকে গ্রেফতার

নাটোরে ঢাবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি স্বামী মোস্তাক হোসাইন ও শ্বশুর জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়া ও রাজশাহীতে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়।

চাঞ্চল্যকর এই মামলায়, এর আগে সুমাইয়ার শাশুড়ি ও ননদকে গ্রেফতার করে পুলিশ। গত সোমবার সকালে সুমাইয়া খাতুনকে সদর হাসপাতালে নিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শ্বশুর বাড়ির লোকজনের দাবি সুমাইয়া গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে, নিহতের স্বজনদের দাবি সুমাইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী মোস্তাকসহ ৪ জনকে আসামি করে হত্যা মামলা করে সুমাইয়ার পরিবার।

Exit mobile version