Site icon Jamuna Television

করোনায় ১৩ শতাংশ মানুষ চাকরি হারিয়েছে: বিআইডিএস

করোনা মহামারির কারণে প্রায় ১৩ শতাংশ মানুষ বেকার হয়ে পড়েছে, বিশেষ করে যাদের আয় কম, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি বলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক সমীক্ষায় দেখা গেছে। গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস দেশের সকল জেলা ও বিভাগের প্রায় ৩০ হাজার মানুষের ওপর জরিপ পরিচালনা করে এই তথ্য প্রকাশ করেছে।

বিআইডিএস গত ৫ মে থেকে ২৯ মে পর্যন্ত সময়ে অনলাইনে জরিপটি পরিচালনা করে। কোভিডের ছায়ায় বসবাস, খাপ খাওয়ানো, সমন্বয় ও প্রতিক্রিয়া শীর্ষক এক বিশ্লেষণী সংলাপে জরিপের ফল প্রকাশ করা হয়।

প্রতিবেদনে প্রাপ্ত তথ্য অনুসারে, পাঁচ হাজার টাকার কম আয় করেন তাদের ১৯ দশমিক ২৩ শতাংশ জানিয়েছেন তাদের আয় ৭৫ শাতাংশ হ্রাস পেয়েছে, পাঁচ হাজার থেকে ১৫ হাজারের মধ্যে আয় করেন তাদের ২৩ দশমিক ৩১ শতাংশ জানিয়েছেন গত মাসের আয়ের তুলনায় ৫০ শতাংশ আয় কমে গেছে।

এদিকে, কোভিড -১৯ এর প্রভাবের কারণে গ্রামাঞ্চলে এসএমই উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ আগের বছরের তুলনায় ২০২০ সালে তাদের আয় ৬৭ শতাংশ হ্রাস পেয়েছে।

সূত্র: ইউএনবি

Exit mobile version