Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় রংপুরে করোনায় নারীসহ মারা গেছেন ৩ জন

গত ২৪ ঘণ্টায় রংপুরে নারীসহ মারা গেছেন ৩ জন

গত ২৪ ঘণ্টায় রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে এক নারীসহ মারা গেছেন ৩ জন। তারা সবাই করোনা আক্রান্ত। এ নিয়ে রংপুর বিভাগে ৪৬ জন মারা গেলেন।

হাসপাতালটির ইনচার্জ ডাক্তার এস এম নুরুন্নবী জানান, চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে নগরীর মাহিগঞ্জ এলাকার তোফাজ্জল হোসেন (৬৫), কুড়িগ্রামের চিলমারীর সবুজপাড়া গ্রামের খালেদ হাবীব মুকুল (৫০) এবং বৃহস্পতিবার সকালে আলম নগর স্টেশন রোডের জামিলা বেগম (৬০)মারা যান। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জন মারা গেলেন।

এ নিয়ে রংপুর বিভাগে ৪৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই বিভাগে ২ হাজার ৪৪১ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৮৬ জন বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আমিন খান।

Exit mobile version