Site icon Jamuna Television

রূপের প্রশংসায় ক্লান্ত রিয়া সেন বলিউড ছেড়েছেন?

সেক্সি, সাহসী- এসব কথা শুনতে শুনতেই নাকি ক্লান্ত রিয়া। এই কারণেই নাকি বলিউড থেকে শতহাত দূরে সুচিত্রা সেনের ছোট নাতনি রিয়া সেন। খবর আনন্দবাজার পত্রিকার।

রিয়া বলেন, ‘তখন মাত্র ১৬। সেই থেকে শুনছি, আমি সেক্সি, আমি সাহসী। শব্দ দুটো সেই যে গায়ের সাথে লেগে গেলো, আর মুছলোই না। তখন থেকে এর ভার বইতে বইতে আমি ক্লান্ত। আর ভালো লাগে না শুনতে। রাস্তায় বা পার্টিতে সাধারণ মানুষ আমায় দেখলেই আড় চোখে এমন ভাবে তাকান যেনো পর্দা আর বাস্তবের আমি এক! সত্যিই কি তাই…?’

তবে কথাটা অস্বীকার করার উপায় নেই। ক্যারিয়ারের শুরু থেকে যেভাবে বিকিনি, স্যুইম স্যুট, সাহসী দৃশ্যে একের পর এক অভিনয় করে গেছেন রিয়া, তাতে সাধারণ মানুষ থেকে বলিউড অন্য নজরে তাকে দেখবে এটাই স্বাভাবিক নয় কি!

১৯৯৮-এ ফাল্গুনী পাঠকের ভিডিও মিউজিক ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’ মুনমুন কন্যার প্রথম কাজ। বড়পর্দায় তিনি আসেন ১৯৯৯-এ। ভারতী রাজার তামিল রমকম ছবি ‘তাজমহল’-এ।

রিয়ার অভিযোগ, ‘শুরু থেকে বলিউড আমাকে এই ধরনের চরিত্র দেওয়ায় আজ এই দমবন্ধকর অবস্থা তৈরি হয়েছে। যার জন্য আমি মন খুলে মিশতেও পারছিলাম না কারও সঙ্গে। স্কুলের সময় থেকে আজও পর্যন্ত শুনে আসা এই দুটো তকমা তাই যে করেই হোক মুছতে চাইছিলাম।’

আর এতেই কি তিনি বলিউড ছাড়লেন? একদমই তাই, রিয়া এটাই জানিয়েছেন। তার আরও দাবি, একঘেয়ে চরিত্র পেতে পেতে তিনি বোরড। দিনের পর দিন চুল কার্ল করে, চড়া মেকআপ নিয়ে আর কাজ করতে পারছিলেন না। তাই অনেক ভেবেচিন্তে এই পদক্ষেপ।

চলতি মাসেই মুক্তি পেয়েছে এমএক্স প্লেয়ার্সের ওয়েব সিরিজ ‘পতি, পত্নী ঔর উও’। যেখানে রিয়া অভিনয় করছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এই চরিত্র পেয়ে খুশি মুনমুন সেনের ছোট মেয়ে।

তিনি বলেন, ‘দারুণ লাগছে কাজ করে। হিন্দি ছবির দুনিয়া থেকে ওয়েব প্ল্যাটফর্ম অনেক অন্যরকম।’

ইউএইস/

Exit mobile version