Site icon Jamuna Television

গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের অনুমোদন দেয়নি ওষুধ প্রশাসন

সেনসিটিভিটি গ্রহণযোগ্য মাত্রার নিচে হওয়ায় গণস্বাস্থ্যের কোভিড-১৯ কিটের রেজিস্ট্রেশন না দেয়ার সুপারিশ দিয়েছে ওষুধ প্রশাসনের টেকনিক্যাল কমিটি। বৃহস্পতিবার রাতে এই তথ্য জানায় ওষুধ প্রশাসন।

ওষুধ প্রশাসনের উপ-পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, গণস্বাস্থ্যের কিটের সেনসিভিটি ৬৯ দশমিক ৭ শতাংশ। যা গ্রহণযোগ্য মাত্রা ৯০ শতাংশ’র অনেক কম।

অন্যদিকে ওষুধ প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে বিজ্ঞপ্তি দেয় গণস্বাস্থ্য কেন্দ্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারিগরি কমিটির সুপারিশ ওষুধ প্রশাসন অধিদফতর গ্রহণ করেনি এবং জিআর কোভিড-১৯ র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের নিবন্ধন দেয়নি।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৬০৭ জনে। করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন এক হাজার ৬২১ জন।

Exit mobile version