Site icon Jamuna Television

গাজীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) আনুমানিক রাত দশটার দিকে কাশিমপুর থানার রওশন মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম ফিরোজা খাতুন (৪৫)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বালা নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে সুরুজ মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান।

তিনি জানান, ‘বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে স্বামী সুরুজ মিয়া স্ত্রী ফিরোজা খাতুনকে পুতা দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করা হয়েছে।’

ইউএইস/

Exit mobile version