Site icon Jamuna Television

রাজধানীর শেওড়াপাড়ায় গ্যাস পাইপলাইনে আগুন

রাজধানীতে আগুন

ছবি: প্রতীকী

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকায় গ্যাস পাইপলাইনে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় ড্রেনের উন্নয়ন কাজ চলছে। মূলত সেই উন্নয়ন কাজেরই একটা অংশে ভোর ৫টার দিকে গ্যাস পাইপলাইনে আগুনের ঘটনা ঘটে।

আগুনের উৎসে বালুর বস্তা ফেলে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ফায়ার সার্ভিস। একই সাথে পানি দিয়েও চলে নিয়ন্ত্রণের চেষ্টা। সকাল পৌনে আটটার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস জানায়, দুই পাশে লাগোয়া ভবন থাকায় আগুন কিছুটা ঝুঁকিপূর্ণ ছিলো।

Exit mobile version