Site icon Jamuna Television

সুনামগঞ্জে বজ্রপাতে এক জেলের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর থানার হারিবন হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবুল মিয়া (৩০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। নিহত বাবুল মিয়া আমজোরা উত্তরপাড়া গ্রামের চান্দু মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় এ বজ্রপাতের ঘটনা ঘটে বলে জানান মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আমজুরা গ্রামে সাত জেলে একটি নৌকা নিয়ে হারিবন হাওরে মাছ ধরতে যায়। এ সময় হাওরে হঠাৎ করে ঝড়বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত হয়। বজ্রের আঘাতে বাবুল মিয়া নৌকা থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতের বেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে এক জেলে মারা যান। এ ঘটনায় নৌকায় থাকা বাকি জেলেরা সুস্থ আছেন। এছাড়া নিহত জেলের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version