Site icon Jamuna Television

আবারও করোনা শনাক্তে রেকর্ড গড়লো ভারত

আবারও করোনা শনাক্তে রেকর্ড গড়লো ভারত

২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তে আবারও রেকর্ড গড়লো ভারত। একদিনে দেশটিতে শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ১৮ হাজার ১৮৫ জন।

দেশটিতে প্রায় ৭৬ লাখ নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ৪ লাখ ৯১ হাজারের মতো মানুষ। বৈশ্বিক সংক্রমণের তালিকার চতুর্থ অবস্থানে ভারত। ৪০১ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ১৫ হাজার ছাড়িয়েছে।

এদিকে মৃত্যু আর সংক্রমণে সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র। রাজ্যটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯’শ মানুষ। পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনার সংক্রমণ আর মৃত্যু।

ভারতে করোনা থেকে সুস্থ্ হয়েছেন প্রায় ৩ লাখ মানুষ। প্রতিবেশী পাকিস্তানে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছে ৪ হাজার মানুষ। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৮ জনের।

Exit mobile version