Site icon Jamuna Television

সাউদাম্পটনকে হারিয়ে জয় পেয়েছে আর্সেনাল

সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে আর্সেনাল। ম্যাচের শুরুতেই আর্সেনাল অধিনায়ক আমাবিয়াং কাঁপন ধরান সাউদাম্পটন রক্ষণে। কিন্তু ক্রসবারে লেগে এই গ্যাবন স্ট্রাইকারের শট প্রতিহত হয়।

২০ মিনিটে সাউদাম্পটন গোলরক্ষক ম্যাকাফির ভুলের ফায়দা নিয়ে আর্সেনালকে লিড এনে দেন তরুন স্ট্রাইকার নেকেতিয়া। ৮৫ মিনিটে আবারো আমাবিয়াংয়ের আক্রমণ। এবার এই ফরোয়ার্ডকে ডি বক্সের সামনে ফাউল করে লালকার্ড দেখেন সাউদাম্পটন ডিফেন্ডার জ্যাক স্টেফান। লেকাজেডের নেয়া ফ্রি কিক গোলরক্ষক ঠেকালেও ফিরতি বল জালে জড়িয়ে গানারদের ২-০ গোলে জয় নিশ্চিত করেন বদলি ফরোয়ার্ড জোসেফ উইলকক।

Exit mobile version