Site icon Jamuna Television

কুড়িগ্রামে নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত

কুড়িগ্রামে নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি:

গেল কয়েকদিনের বৃষ্টিপাত এবং উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা এবং ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্রায় ২০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এছাড়াও জেলার অন্যান্য নদ-নদী তিস্তা, গঙ্গাধরসহ দুধকুমার নদীতেও পানি বৃদ্ধি পেয়েছে।

পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। এসব এলাকার বাড়িঘরে ইতিমধ্যে পানি ঢুকে পড়েছে। এতে পানি বন্দি হয়ে পড়েছে মানুষ।

জানা গেছে, জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ইন্দ্রগড়, ধনিরামপুর, শৌলমারী, জালির চর, কাইয়ের চর, বল্লভের খাস ইউনিয়নের ইসলামের চর, চর কৃঞ্চপুর, কামারের চর, নারায়নপুর ইউনিয়নের বেশিরভাগ নিচু এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

এছাড়া ভূরুঙ্গামারী, চিলমারী, রৌমারী, রাজিবপুরসহ উলিপুরের কিছু কিছু এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার চলতি মৌসুমের ফসলি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে পাট, ভুট্টা ও বিভিন্ন সবজির।

Exit mobile version