Site icon Jamuna Television

আমাজানে করোনার হানা, গভীর জঙ্গলে চলে যাচ্ছে আদিবাসীরা

ব্রাজিলের আমাজানে হানা দিয়েছে করোনাভাইরাস। আর এই ভাইরাস থেকে বাঁচতে জনপদের কাছাকাছি থাকা আদিবাসী গ্রামগুলো এখন ফাঁকা হয়ে যাচ্ছে। সেখানকার হাজার হাজার আদিবাসীরা গভীর জঙ্গলে চলে যাচ্ছে। খবর জি নিউজ।

আমাজনে আদিবাসীদের তেমনই একটি গ্রাম ক্রুজইরিনহো। সেই গ্রাম এখন ফাঁকা। করোনা মহামারির হাত থেকে রক্ষা পেতে ওই গ্রামের সবাই আমাজনের গভীরে চলে গিয়েছেন। আরেকটি গ্রাম উমারিয়াকাও। তারও অবস্থা প্রায় একই রকম। ক্রুজইরিনহো থেকে সেখানে নৌকায় যেতে সময় লাগে প্রায় এক সপ্তাহ। মিজুরানা উপজাতিদের বাস করে। এই গ্রামের মোট ৩২ টি পরিবারের মধ্যে ২৭ টি আরও গভীর জঙ্গলে চলে গিয়েছে।

দেখা গেছে, পেরু ও কলম্বিয়া সীমান্তের কাছে থাকা উত্তর ব্রাজিলের পাঁচ হাজার হেক্টর এলাকা জুড়ে ছড়ানো আদিবাসী গ্রামগুলি প্রায় ফাঁকা।

ব্রাজিলের ইনডিজেনাস পিপলস অ্যাসোসিয়েশন জানিয়েছে, এখনো পর্যন্ত আমাজনের সাত হাজার সাতশো জন আদিবাসী করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৩৫০ জন।

Exit mobile version