Site icon Jamuna Television

বৃহস্পতির চাঁদে হতে পারে ভবিষ্যৎ মানববসতি

দীর্ঘদিন মঙ্গলে মানুষের বসবাস করার চেষ্টা করে যাচ্ছে বিজ্ঞানীরা। এরই মধ্যে আরও আশা ও আনন্দের সংবাদ জানালো নাসার বিজ্ঞানীরা। তারা জানান, পৃথিবীর বাইরে মানুষের জন্য বাসযোগ্য জায়গা হতে পারে সৌরজগতের সবচেয়ে বড়গ্রহ বৃহস্পতির চাঁদ ইউরোপা। খবর রয়টার্স।

ইউরোপায় ভূগর্ভস্থ মহাসাগরের উৎপত্তির রহস্য উদ্‌ঘাটনের পরই বৃহস্পতির এই চাঁদ নিয়ে আশাবাদী হয়ে উঠে বিজ্ঞানীরা। তাদের মতে এখানে অতীতে অণুজীবের উপস্থিতি ছিল। এ-সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ গত বুধবার অনুষ্ঠিত ভূতাত্ত্বিক সম্মেলনে উপস্থাপন করা হয়। এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির গবেষক মোহিত মেলওয়ানি দেসওয়ানি।

বিজ্ঞানীরা জানায়, ইউরোপায় রয়েছে বরফের আস্তরণে ঢাকা এক ভূগর্ভস্থ মহাসাগর। মহাসাগরটি ৬৫ থেকে ১৬০ কিলোমিটার গভীর হতে পারে। এতে পানির পরিমাণ পৃথিবীর মহাসাগরগুলোর ধারণকৃত পানির দ্বিগুণ হতে পারে। আর এই বিশাল পানির উপস্থিতি প্রমাণ করে এখানে অতীতে অণুজীব ছিলো।

Exit mobile version