Site icon Jamuna Television

বাবর আজমকে মেরে ফেলার হুমকি দিলেন সানিয়া মির্জা!

ছবি: সংগৃহীত

আমি তোমাকে মেরেই ফেলব।’ ইনস্টাগ্রামে পাকিস্তান দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজমকে এ হুমকি দিলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা।

আর শোয়েব মালিকের বাড়িতে গেলে আপ্যায়ন মিলবে না বলেও হুঁশিয়ারি দেন সানিয়া। যদিও এসব হুমকির কোনোটাই সিরিয়াস নয়।

সম্প্রতি বাবর আজমের এক মন্তব্যের জেরে এমন হাস্যরসে পূর্ণ হুমকি দিয়েছেন মালিকপত্নী। এর কারণ পাক স্পিনার শোয়েব মালিকই।

সম্প্রতি এক অনলাইন লাইভে বাবর আজমকে প্রশ্ন করেন শোয়েব, ‘দলের মধ্যে তোমার প্রিয় ভাবী কে?’ জবাবে বাবর মন খুলেই বলেন, অবশ্যই সাবেক ওয়ানডে অধিনায়ক সরফরাজ আহমেদের স্ত্রী খুশবখত।

কিন্তু সানিয়া আশা করেছিলেন তার নাম বলবেন বাবর। অনেকটা আশাহত হয়ে মেরে ফেলার হুমকি দিয়ে সানিয়া ইনস্টাগ্রামে লেখেন– ‘আমাদের বাড়ির কাউচে আর ঘুমাতে পারবে না তুমি।’

শুধু সানিয়াই নন, বাবরের এমন পছন্দে ফুঁসেছেন ক্রিকেটার আজহার মাহমুদের স্ত্রী এবা কুরায়েশি। বাবরের উদ্দেশে তিনি মন্তব্য করেছেন– ‘খুব ভালো, ধন্যবাদ। আমাদের বাসায় আর দাওয়াত পাবে না তুমি।’

তথ্যসূত্র: ক্রিকেট টাইমস, সিয়াসাত

ইউএইস/

Exit mobile version