Site icon Jamuna Television

র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান হলেন সারওয়ার বিন কাশেম

লে. কর্নেল সারওয়ার বিন কাশেম

র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধানের দায়িত্ব পেলেন লে. কর্নেল সারওয়ার বিন কাশেম। এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে বাহিনীটির মহাপরিচালক।

র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে গোয়েন্দা শাখার প্রধান হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান করেন।

সারওয়ার বিন কাশেম এর আগে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র হিসেবে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন। গত ৫ সেপ্টেম্বর তাকে আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

ওই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা ক্যাসিনো বিরোধী অভিযানের সামনে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাছাড়াও জঙ্গি দমন, মাদক নির্মূল অভিযানসহ গুরুত্বপূর্ণ অপারেশনগুলোতে নেতৃত্ব দিয়েছেন তিনি।

Exit mobile version