Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ উপজেলার টঙ্গীবাড়িতে ছেলে মানিকের (২৯) বটির কোপে মা তাসলিমা বেগমের (৪৫) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার সোনারং ইউনিয়নের নেত্রাপতি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ঘাতক মানিককে আটক করেছে।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, মাদক মামলার আসামি এবং নেশাগ্রস্ত ছিল মানিক। পরিবারের পক্ষ থেকে একাধিকবার বললেও সে নেশা ছাড়ছিল না ও কোন কাজেও যোগ দিচ্ছিলো না।

এরই জের ধরে বিকেল সাড়ে ৪টার দিকে মায়ের সাথে বিরোধে জড়িয়ে পড়ে মানিক। এক পর্যায়ে বটির কোপে মৃত্যু হয় মা তাসলিমার। এছাড়া বাঁচাতে গিয়ে আহত হয় খালা শামসুন্নাহার।

তাসলিমা বেগমের মরদেহ বর্তমানে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আর আহত শামসুন্নাহারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উন্নত চিকিৎস্যার জন্য প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় টঙ্গীবাড়ি থানায় মামলা দায়েরের প্রস্থতি চলছে বলে জানান হারুন অর রশীদ।

Exit mobile version