Site icon Jamuna Television

ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করল কোকাকোলা

সংবাদভিত্তিক ও প্রচারণামূলক পোস্টের ওপর নজরদারি আরও বাড়াচ্ছে ফেসবুক। ইউনিলিভার-কোকাকোলাসহ যুক্তরাষ্ট্রভিত্তিক প্রায় শতাধিক প্রতিষ্ঠান বিজ্ঞাপন বন্ধ করায় চাপের মুখে এ সিদ্ধান্ত নিলো বিশ্বের সর্ববৃহৎ অনলাইন এ প্ল্যাটফর্ম।

‘স্টপ হেইট ফর প্রফিট’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচির অধীনে চলছে ফেসবুক বর্জনের এ তৎপরতা। মে মাসে পুলিশি নির্যাতনে আফ্রো-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর এ কর্মসূচি শুরু করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী। আয়োজকদের অভিযোগ, ‘বর্ণবাদী, সহিংস এবং নিশ্চিতভাবে মিথ্যে তথ্য’ পোস্টেও বাঁধা দেয় না ফেসবুক।

ইনস্টাগ্রাম-হোয়াটস অ্যাপ মিলিয়ে বিজ্ঞাপন থেকে বছরে প্রায় সাত হাজার কোটি ডলার আয় করে ফেসবুক। ফলে বিজ্ঞাপন হারিয়ে বিতর্কিত পোস্টগুলোকে ‘ক্ষতিকর’ হিসেবে চিহ্নিত করার পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। বিতর্কিত পোস্টগুলোর মধ্যে অন্যতম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক প্রচারণামূলক লেখাও।

Exit mobile version