Site icon Jamuna Television

আখাউড়ার ইউএনও করোনায় আক্রান্ত

আখাউড়া প্রতিনিধি:

করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা। শুক্রবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় শুক্রবার সকালে জরুরি ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ওনার নমুনা পরীক্ষা করা হয়। রাত নয়টার দিকে পাওয়া রিপোর্ট পজেটিভ আসে। তিনি এখন হোম আইসোলেশনে আছেন।

বিষয়টি জানার পর ইউএনও তাহমিনা আক্তার রেইনার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

Exit mobile version