Site icon Jamuna Television

‘পজেটিভ, নেগেটিভ, আবার পজেটিভ’ নিয়ে বেকায়দায় হাফিজ

প্রথমবার পজেটিভ, দ্বিতীয়বার নেগেটিভ, তৃতীয়বার আবার পজেটিভ। তিন দফায় করোনা পরীক্ষা করে তিনটি ভিন্ন ফল আসা বেশ অবাক করেছে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে।

পিসিবির তরফ থেকে প্রথমবার করা করোনা পরীক্ষায় হাফিজের রিপোর্ট পজেটিভ এসেছিল। এরপরই কঠোরভাবে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে পিসিবির পক্ষ থেকে। কিন্তু কোয়ারেন্টাইনে না গিয়ে ব্যক্তিগতভাবে ফের করোনা টেস্ট করান তিনি। সেখানে ফলাফল নেগেটিভ আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের রিপোর্ট তুলে ধরেন এই পাক ক্রিকেটার। যা ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবার আগে চূড়ান্তভাবে আবারো ১০ ক্রিকেটারের নমুনা পরীক্ষা করা হয়। যেখানে আবারো হাফিজের পজেটিভ ধরা পড়েছে বলে স্থানীয় গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। আজই পিসিবির চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করার কথা।

Exit mobile version