Site icon Jamuna Television

করোনার ওষুধ নিয়ে বিভ্রান্ত করার অভিযোগ, রামদেবের বিরুদ্ধে মামলা

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে ‘করোনিল’ নামে ওষুধ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এমন অভিযোগে বাবা রামদেব, আচার্য বালকৃষ্ণ-সহ মোট ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে রাজস্থানের জয়পুরে। খবর আনন্দবাজার।

শুক্রবার জয়পুরের জ্যোতিনগর থানায় ওই ৫ জনের বিরুদ্ধে প্রতারণা (৪২০ ধারা) সহ বেশ কয়েকটি ধারা এই মামলা করা হয়।

মামলায় বলা হয়েছে, বাবা রামদেবসহ মোট ৫ জন করোনিল নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন।

গত ২৩ জুন রামদেব করোনার ওষুধ ‘করোনিল’ আনার পর থেকেই নানা বিতর্কের সামনে আসে। তাদের দাবি, ‘করোনিল’-এর প্রয়োগে কোভিড আক্রান্তরা সেরে উঠছেন।

এদিকে দু’দিন আগে এই একই অভিযোগ তুলে বিহারের এক আদালতে রামদেব এবং বালকৃষ্ণের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

Exit mobile version