Site icon Jamuna Television

সুনামগ‌ঞ্জে নৌকা ডু‌বে দুই জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে নৌকা ডুবে দুইজন মারা গেছেন। শ‌নিবার সকাল সাড়ে ১১টায় উপ‌জেলার কালনী নদী‌তে নৌকা ডৃু‌বির ঘটনা ঘ‌টে। তাৎক্ষ‌ণিকভাবে মৃতদের প‌রিচয় পাওয়া যায়‌নি।

পু‌লিশ জনায়, শনিবার সকাল ১০টায় দিরাই উপ‌জেলা সদর থে‌কে এক‌টি যাত্রীবাহী নৌকা বেশ ক‌য়েকজন যাত্রী নি‌য়ে তাড়ল ইউ‌নিয়‌নের ধল গ্রা‌মে যাওয়ার প‌থে ঝ‌ড়ের কব‌লে প‌ড়ে। এতে নৌকা‌টি ডু‌বে যায়। এসময় নৌকায় থাকা অন্য যাত্রীরা সাঁতার কে‌টে তী‌রে উ‌ঠতে পারলেও দুই যাত্রী প‌া‌নি‌তে ডু‌বে যায়। প‌রে স্থানীয়রা দুই জ‌নের লাশ উদ্ধার ক‌রে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জানান, যে দুইজন মারা গেছেন তাদের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসা হয়েছে। আর কেউ নিখোঁজ রয়েছে কি না তাও দেখা হচ্ছে।

Exit mobile version