Site icon Jamuna Television

মাদকের সাথে পুলিশ বাহিনীর কোনো যোগসূত্র থাকতে পারবে না: আইজিপি

মাদকের সাথে পুলিশ বাহিনীর কোনো যোগসূত্র থাকতে পারবে না। এমন হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

দুপুরে পুলিশ ব্যারাক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কোনো পুলিশ সদস্য মাদক গ্রহণ বা মাদক ব্যবসার সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নেয়া হবে।

এসময় তিনি আরও জানান, নানামুখী ব্যবস্থা নেওয়ায় পুলিশের করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে। করোনায় আক্রান্তের সংখ্যা জিরো পর্যায়ে নিয়ে আসতে নানা পরিকল্পনাও অব্যাহত রয়েছে বলে জানান আইজিপি।

Exit mobile version