Site icon Jamuna Television

নাসিমকে কটূক্তির অভিযোগে রাবি শিক্ষক সাময়িক বহিষ্কার

প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে কটূক্তির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সকালে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৯৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান সভাপতিত্ব করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ১৮ জুন থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হবে।

গত ১৭জুন মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলো থেকে কাজী জাহিদকে গ্রেফতার করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক।

Exit mobile version