Site icon Jamuna Television

দেশের প্রথম প্লাজমা সাপোর্ট সেন্টার চালু

‘মহৎ কাজ প্লাজমা দান, এগিয়ে আসুন বাঁচবে প্রাণ’ এই স্লোগানে করোনা রোগীদের চিকিৎসা সহযোগিতায় যাত্রা শুরু করলো দেশের প্রথম প্লাজমা সাপোর্ট সেন্টার।

দুপুরে গুলশানে নগর ভবনে প্লাজমা সেন্টারের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

এসময় তিনি বলেন, চিকিৎসাপত্র ছাড়া কাউকেই প্লাজমা দেয়া হবে না। প্লাজমা দাতা ও গ্রহীতার মধ্যে সংযোগ করে দেয়া হবে। অসাধু চক্র ঠেকাতে প্লাজমা সেন্টার সোচ্চার থাকবে।

এসময় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি নেতৃবৃন্দ বলেন, প্লাজমা সেন্টারের মাধ্যমে মানব কল্যাণ সাধিত হবে। প্লাজমা দাতা ও গ্রহীতার মধ্যে সংযোগ ঘটিয়ে দেয়ার দায়িত্বটা পালন করবেন সাংবাদিকরা।

Exit mobile version