Site icon Jamuna Television

গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

গাইবান্ধায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

গাইবান্ধা প্রতিনিধি:

টানা বৃষ্টি আর উজানের ঢলে গাইবান্ধার নদ-নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধির সাথে সাথে ফুলছড়ি উপজেলার সৈয়দপুর ঘাট এলাকার ভাঙ্গা বাঁধের অংশ দিয়ে পানি ঢুকে বালাসীঘাটের ওয়াপদা বাঁধের পূর্ব এলাকার পাঁচ গ্রামের অন্তত দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

এ অবস্থায় ঝুঁকির মধ্যে পড়েছে ওয়াপদা বাঁধ। বাঁধের বিভিন্ন অংশে ইঁদুরের গর্তসহ দেখা দিয়েছে ফাটল।

এলাকার লোকজনের অভিযোগ, সময়মত বাঁধ সংস্কার না করায় প্রতিবছর তাদের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এছাড়াও সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের পনেরটি গ্রামে পানি প্রবেশ করে দেখা দিয়েছে আগাম বন্যা।

পানি উন্নয়ন বোর্ড জানায়, ‘গাইবান্ধায় ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা, ঘাঘট ও করতোয়া নদীর পানি বৃদ্ধিও অব্যাহত আছে। আগামী ২/৩ দিন আরও পানি বৃদ্ধির আশংকা রয়েছে। এতে করে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলোতে মেরামতসহ নজরদারি বাড়ানো হয়েছে।’

ইউএইস/

Exit mobile version