Site icon Jamuna Television

করোনায় ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

ফেনী প্রতিননিধি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান। আজ রোববার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বড় ছেলে সাইফুজ্জামান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট আকরামুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১৯ জুন শ্বাসকষ্ট নিয়ে অ্যাডভোকেট আকরামুজ্জামান সিএমএইচ এ ভর্তি হন। পরদিন তার করোনাভাইরাস শনাক্ত হয়।

এরআগে ফেনীর বাসায় চারদিন ধরে জ্বর-কাশি নিয়ে অসুস্থবোধ করছিলেন ছিলেন তিনি। শুক্রবার শ্বাসকষ্ট বাড়তে থাকলে বিকেল ৫ টার দিকে পরিবারের সদস্যরা ঢাকায় নিয়ে যান। সন্ধ্যায় সিএমএইচ এ ভর্তি করা হয়।

অ্যাডভোকেট আকরামুজ্জামান ছিলেন ফেনীতে রোটারী ইন্টারন্যাশনালের অন্যতম প্রতিষ্ঠাতা। ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফেনী ডায়াবেটিক সমিতির আমৃত্যু সভাপতি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Exit mobile version