Site icon Jamuna Television

সীমান্তে সেনাদের মার্শাল আর্ট শেখাতে প্রশিক্ষক পাঠাচ্ছে চীন

সীমান্তে সেনাদের মার্শাল আর্ট শেখাতে প্রশিক্ষক পাঠাচ্ছে চীন। সেনাদের প্রশিক্ষণ দিতে ২০ জন মার্শাল আর্ট প্রশিক্ষককে চীনের তিব্বত অংশে পাঠানো হচ্ছে। খবর বিবিসি।

তবে সেনাদের প্রশিক্ষণ দিতে প্রশিক্ষক পাঠানো নিয়ে চীন সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আর এমন সময় এই সিদ্ধান্ত নেয়া হলো, যখন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২০ ভারতীয় সেনা নিহত হয়েছে। আহত হন ভারতীয় সেনাবাহিনীর ৭৬ জন সেনা।

১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী, ভারত এবং চীনের সেনারা সীমান্ত এলাকায় বন্দুক এবং বিস্ফোরকের ব্যবহার করতে পারবে না।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, এনবো ফাইট ক্লাবের ২০ জন মার্শাল আর্ট প্রশিক্ষককে তিব্বতের রাজধানী লাসায় নিয়ে যাওয়া হবে। তবে এ সব মার্শাল আর্ট যোদ্ধা সেনাদের প্রশিক্ষণ দেবে কি না সে বিষয় কিছু জানানো হয়নি।

Exit mobile version