Site icon Jamuna Television

দোকান খোলার অপরাধে আটক বাবা-ছেলের পুলিশ হেফাজতে মৃত্যু

পুলিশ হেফাজতে বাবা-ছেলের মৃত্যুতে বিক্ষোভে উত্তাল তামিলনাড়ু

পুলিশ হেফাজতে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল ভারতের তামিলনাড়ু। লকডাউনের মধ্যে দোকান খোলা রাখার অপরাধে দু’জনকে আটক করেছিল পুলিশ।

লকআপে রেখে পুলিশের অমানুষিক নির্যাতনে বাবা-ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর শনিবার দোকান বন্ধ রেখে বিক্ষোভ করে স্থানীয় ব্যবসায়ীরা। বিক্ষোভে যোগ দেন রাজ্যের বিরোধী দলীয় এমপি ও নেতারা।

এদিকে এক টুইট বার্তায় ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সম্প্রতি পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার বিক্ষোভে উত্তাল হয় যুক্তরাষ্ট্রে। ভারতেও তেমনটাই আশংকা করছেন অনেকে।

এই ঘটনায় জড়িত দুই পুলিশ কর্মকর্তাকে বদলি করে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। নিহত বাবা পি জয়রাজ ও ছেলে ফেনিক্স তামিলনাড়ু রাজ্যের কোভিলপাত্তুর বাসিন্দা।

Exit mobile version