Site icon Jamuna Television

করোনাভাইরাসে আক্রান্ত ৯৯৪৮ পুলিশ সদস্য

শনিবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের মোট ৯ হাজার ৯৪৮ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেরই (ডিএমপি) ২২৩২ জন। খবর ইউএনবি।

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৫,৮৫৫ জন পুলিশ সদস্য পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হওয়া পুলিশ সদস্যদের বেশিরভাগই তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন বলে সূত্রটি জানিয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, মোট ১০ হাজার ৮৬১ জন্য পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ৪ হাজার ১৭৭ জনকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৩৮ জন পুলিশ সদস্য মারা গেছেন। বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং ১,৬৯৫ জনের মৃত্যু হয়েছে।

Exit mobile version