Site icon Jamuna Television

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দুর্গম হাজাপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীত বিকাশ খীসা গ্রুপ) এর এক কর্মী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম ধর্মজয় চাকমা। সে ওই এলাকার সুখীচরণ ত্রিপুরার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে ধর্মজয় চাকমা বাড়ি থেকে বের হলেই আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

Exit mobile version