Site icon Jamuna Television

একবার নয় দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন সুশান্ত

‘বেল্টের ফাঁস দিয়ে সুশান্তকে খুন করেছে বন্ধু সিদ্ধার্থ’

সুশান্ত সিং রাজপুত’র মৃত্যুর ১৩ দিন পরেও আত্মহত্যার কারণ জানা না গেলেও এবার মুম্বাই পুলিশের হাতে উঠে এসেছে নতুন তথ্য। একবার নয়, আসলে দু’বার আত্মহত্যা করতে গিয়েছিলেন এই অভিনেতা। প্রথমবার ব্যর্থ হন, কিন্তু দ্বিতীয় বার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। খবর এই সময়।

পুলিশ জানায়, সবুজ রঙের দিয়ে শার্ট দিয়ে ফাঁস লাগানোর আগে প্রথমে নিজের বাথরোবের কাপড়ের বেল্ট দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন সুশান্ত। তার মরদেহের কাছে বাথরোবের ছেঁড়া দড়ি উদ্ধার করা হয়েছে। তা থেকেই পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, বাথরোবের বেল্ট সুশান্তের ভার না রাখতে পারায় তা ছিঁড়ে পড়ে যায়। প্রথম বার আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ হন অভিনেতা।

গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে মাত্র ৩৪ বছর বয়সে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত।

এদিকে সুশান্তের সর্বশেষ ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, আত্মহত্যাই করেছেন এই অভিনেতা।

Exit mobile version