Site icon Jamuna Television

কুমিল্লা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

কুমিল্লা ব্যুরো
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে দুই নারীসহ ৬ জন। আজ রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানী এ তথ্য জানান।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে ৩ জন, আইসিইউতে ২ জন এবং করোনা ওয়ার্ডে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রাহেলা বেগম (৭০), লালমাই উপজেলার বাগমারা গ্রামের মোস্তফা (৬০), চৌদ্দগ্রাম উপজেলার নাসিমা (৫৬), একই উপজেলার ফরিদ উদ্দিন (৭০), দেবিদ্বার উপজেলার মোসলেম (৭২) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোতাহার হোসেন (৪৮)।

Exit mobile version