Site icon Jamuna Television

করোনামুক্ত রোগীর দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার আশঙ্কা কম

করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর দ্বিতীয়বার সংক্রমিত হওয়ার আশঙ্কা খুবই কম। এমনকি সুস্থ হওয়া রোগী যদি পরে কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন, তা হলেও তার মধ্যে রোগের উপসর্গ খুব সামান্য পরিমাণেই দেখা যাবে। এমনটাই জানালেন ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এমস)’এর অধিকর্তা রণদীপ গুলারিয়া। খবর আনন্দবাজার।

রণদীপ গুলারিয়া বলেন, করোনামুক্ত রোগীর দেহে কিছু কিছু অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। আর এই অ্যান্টিবডি সুস্থ হয়ে উঠা রোগীকে ফের সংক্রমিত হওয়ার হাত থেকে বাঁচাবে।

রণদীপ আরও বলেন, প্রথম বার আক্রান্ত হওয়ার পর থেকে সেরে ওঠার সময়ের মধ্যে বেশ কয়েকটি অ্যান্টিবডি গড়ে ওঠে রোগীর রক্তে। সেই অ্যান্টিবডিগুলিই রোগীর দেহের প্রতিরোধ ক্ষমতা কিছুটা বাড়িয়ে তোলে। যার ফলে রোগী দ্বিতীয় বার সংক্রমণ রুখতে পারে।

তবে দেহের এই প্রতিরোধ ক্ষমতার মেয়াদ কতটা সে সম্পর্কে বিজ্ঞানী ও চিকিৎসকেরা নিশ্চিত হতে পারেননি সে কথাও স্বীকার করেছেন এমস-এর এই অধিকর্তা।

Exit mobile version