Site icon Jamuna Television

আসছে ‘গেম ইজ নট ওভার’

করোনা ক্রান্তিতে সর্বক্ষেত্রে নেমে এসেছিল স্থবিরতা। ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে মানুষ। সচল হচ্ছে ক্রীড়াঙ্গনও। মাঠে ফিরেছে ফুটবল। ফেরার অপেক্ষায় ক্রিকেটও। দর্শকদের খেলা এবং খেলোয়াড়দের সবশেষ তথ্য দিতে যমুনা ডিজিটালের বিশেষ আয়োজন ‘গেম ইজ নট ওভার’ (Game Is Not Over)।

প্রতিদিন রাত ৮.০০টায় যমুনার ফেসবুক পেইজে (https://www.facebook.com/JamunaTelevision/) দর্শকরা উপভোগ করতে পারবেন এই অনুষ্ঠানটি। বলাই বাহুল্য, ডিজিটাল প্লাটফর্মে এই ধরনের শো নতুন মাত্রা যোগ করবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক তাহমিদ অমিত।

Exit mobile version