Site icon Jamuna Television

আমাকে অপছন্দ তাই বাইডেনই প্রেসিডেন্ট হচ্ছেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আসন্ন নির্বাচনে তার আর জয়ের সম্ভাবনা যে নেই, অবশেষে সেই পরিস্থিতি আঁচ করতে পেরে সত্যটা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজের দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেই ফেললেন– জো বাইডেনই হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। সম্প্রতি ট্রাম্প বলেন, কিছু মানুষ আমাকে আর সহ্য করতে পারছে না।

তিনি বলেন, তারা জো বাইডেনকেই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাচ্ছেন। তাই ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারেন। সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তিনটি জনমত সমীক্ষায়ই ট্রাম্পকে বেশ পেছনে ফেলে দিয়েছেন, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

মহামারী মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা এবং লকডাউনের ফলে আর্থিক মন্দা নিয়ে দেশের সব সেলিব্রেটিরাই মুখ খুলেছেন। সেই সঙ্গে বর্ণবিদ্বেষবিরোধী আন্দোলনে ট্রাম্পের সেনা পাঠানোর হুমকিও ভালো চোখে নেননি অনেকেই।

Exit mobile version