Site icon Jamuna Television

সুমাইয়া হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির আশ্বাস

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ শহরের বলাড়িপাড়া এলাকায় নিহত সুমাইয়ার বাড়িতে গিয়ে তার মা-সহ স্বজনদের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির আশ্বাস দেন (ইনসেটে নিহত সুমাইয়া)

স্টাফ রিপোর্টার:

নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়ার চাঞ্চল্যকর হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

রবিবার বিকেলে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ শহরের বলাড়িপাড়া এলাকায় নিহত সুমাইয়ার বাড়িতে গিয়ে তার মা-সহ স্বজনদের শান্তনা প্রদান করেন। এসময় তিনি চার্জশিট প্রদানের পর দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে জেলা প্রশাসন উদ্যোগ নেবে বলে আশ্বাস দেন।

তার সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত ২২ জুন শহরের বড় হরিশপুর এলাকা থেকে সুমাইয়াকে মৃত অবস্থায় সদর হাসপাতালে ফেলে পালিয়ে যায় তার শ্বশুরবাড়ির লোকজন। এঘটনায় সুমাইয়ার মা নুজহাত সুলতানা হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মুল অভিযুক্ত সুমাইয়ার স্বামী মোস্তাক হোসাইন ও তার শ্বশুর, শাশুড়ী ও এক ননদকে গ্রেফতার করে।

Exit mobile version