Site icon Jamuna Television

মাস্ক পরা বাধ্যতামূলক করছে ইরান

ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহ থেকে নির্দিষ্ট এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক হবে বলে রোববার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। সংবাদ আরব নিউজের।

খবরে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে- এমন প্রদেশগুলোয় আবারও কড়াকড়ি আরোপের ব্যাপারে সবুজসংকেত দিলেন তিনি। কোভিড-১৯ রোগের সংক্রমণ ঠেকাতে পুরোপুরি লকডাউন ঘোষণা করেনি ইসলামি প্রজাতন্ত্রের দেশটি।

তাছাড়া অধিকাংশ এলাকায় মাস্ক ও সুরক্ষা সরঞ্জাম পরাও ছিল ঐচ্ছিক। দেশের অ্যান্টিভাইরাস টাস্কফোর্সের সভা চলার সময় টেলিভিশনে রুহানি বলেছেন, মাস্ক পরা বাধ্যতামূলক হবে বদ্ধ জায়গায়, যেখানে জনসমাগম আছে।

আগামী সপ্তাহ থেকে ২২ জুলাই পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে এবং প্রয়োজনে বিধিনিষেধ বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

ইউএইস/

Exit mobile version