Site icon Jamuna Television

করোনার নমুনা পরীক্ষার জন্য ফি আরোপের পরিকল্পনা সরকারের

করোনা নমুনা পরীক্ষার জন্য ফি আরোপের পরিকল্পনা সরকারের

সরকারিভাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ফি আরোপের পরিকল্পনা করছে সরকার। আজ-কালের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

আদেশ জারি হলে হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতে ২০০ টাকা ফি দিতে হবে। আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলে দিতে হবে ৫০০ টাকা। এখন পর্যন্ত সরকারিভাবে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে।

তবে বেসরকারি হাসপাতালে এখনো পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার টাকা দিতে হয়। ফি’র বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগ প্রস্তাব করলে, তা অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়।

স্বাস্থ্য সেবা বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, অপ্রয়োজনীয় নমুনা পরীক্ষার প্রবণতা বন্ধে ফি আরোপের সিদ্ধান্ত।

Exit mobile version