Site icon Jamuna Television

আবারও বর্ণবাদে উস্কানির অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

আবারও বর্ণবাদে উস্কানির অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

আবারও বর্ণবাদে উস্কানির অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সমর্থকের মুখে ‘হোয়াইট পাওয়ার’ শ্লোগান সম্বলিত একটি ভিডিও টুইট করে তীব্র সমালোচনার মুখে তিনি।

ফ্লোরিডার সমর্থকদের এক র‍্যালির ভিডিও টুইট করেন ট্রাম্প। যেখানে শ্বেতাঙ্গ আধিপত্যের পক্ষে শ্লোগান দেয়া হয়। ট্রাম্প বিরোধীদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় তাদের। রোববারের টুইটবার্তায় সমর্থকদের প্রতি ধন্যবাদ জানান ট্রাম্প।

যদিও বর্ণবাদে উস্কানির অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার মুখপাত্রের দাবি, ‘হোয়াইট পাওয়ার’ কথাটি শুনতে পাননি ট্রাম্প। অবশ্য ঘণ্টা তিন পরই ডিলিট করে দেয়া হয় টুইটটি।

Exit mobile version