Site icon Jamuna Television

১২ ঘন্টার অভিযানে জঙ্গিমুক্ত কাবুলের হোটেল

দীর্ঘ ১২ ঘন্টার অভিযানে জঙ্গিমুক্ত হলো কাবুলের হোটেল ইন্টারকন্টিনেন্টাল। তিন হামলাকারীসহ ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আফগান প্রশাসন। রোববার দুপুরে উদ্ধার করা হয় হোটেলে আটকে পড়া দেড়শ’ জনকে। এখনও কয়েকজনের খোঁজ না মেলায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে পুলিশ। আফগানিস্তানের অন্যতম অভিজাত হোটেলে এ হামলার দায় স্বীকার করেছে তালেবান।

স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে হোটেলে ঢুকেই এলোপাতাড়ি গুলি চালায় সন্ত্রাসীরা। জিম্মি করে অনেককে। প্রত্যক্ষদর্শীরা জানান, মূলত বিদেশিরাই ছিলো হামলার লক্ষ্য। গোলাগুলির আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দূর থেকে হোটেলের একাংশে আগুন জ্বলতে দেখা যায়।

ঘটনার পরপরই হোটেলে প্রবেশ করে যৌথ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দীর্ঘ ১২ ঘণ্টার অভিযানে নিহত হয় তিন হামলাকারীই। পরে একে একে বেরিয়ে আসেন জিম্মি হয়ে থাকা দেড়শ’ অতিথি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস জানান, অন্তত ৫০ বিদেশিসহ সব অতিথিকে উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের লাশ এখনও ভেতরে। কাবুলের হোটেলগুলোর ব্যাপারে মার্কিন দূতাবাস সতর্কতা জারির কয়েকদিন পরই ঘটলো সন্ত্রাসী হামলা।

গেলো কয়েক মাসে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবান ও আইএস জঙ্গিদের হামলায় প্রাণ গেছে তিন’শ বেসামরিক মানুষের।

Exit mobile version