Site icon Jamuna Television

ফুটেজ দেখে মনে হয়েছে এটি হত্যাকাণ্ড: নৌপরিবহন প্রতিমন্ত্রী

সিসিটিভির ফুটেজ দেখে মনে হয়েছে এটি দুর্ঘটনা নয় বরং এটি একটি হত্যাকাণ্ড।

সোমবার বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় দুর্ঘটনার স্থান এবং উদ্ধার কার্যক্রম পরিদর্শনকালে এমন মন্তব্য করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মনে হয়েছে এটি দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকাণ্ড। এক্ষেত্রে লঞ্চ মালিকদের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিআইডব্লিউটিএ’র নৌ দুর্যোগ তহবিল থেকে লঞ্চ দুর্ঘটনায় মৃত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা করে দেয়া হবে। তাৎক্ষণিকভাবে দাফনের জন্য বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে ১০ হাজার করে টাকা এবং ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দয়ো হয়েছে।

Exit mobile version