Site icon Jamuna Television

বুড়িগঙ্গা সেতুতে প্রত্যয়ের ধাক্কা; ফাটলের শঙ্কায় যান চলাচল পুরোপুরি বন্ধ

পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) এ ধাক্কা খেয়েছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। এতে ফাটলের শঙ্কায় দেখা দেয়ায় সোমবার সন্ধ্যা থেকে সেতুটির একপাশের লেনে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরবর্তীতে রাতে সেতুটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষা করে সেতুর যানচলাচল খুব দ্রুতই স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

সোমবার রাজধানীর সদরঘাটে ডুবে যাওয়া লঞ্চ ‘মর্নিং বার্ড’ উদ্ধারে যাচ্ছিল উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। সেতুর উচ্চতা কম হওয়ায় জাহাজটি শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তাড়াহুড়ায় সেটির উর্ধ্বঅংশ সেতুর সাথে ধাক্কা লেগেছে। এতে সেতুটিতে ফাটল তৈরির শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

এজন্য সতর্কতার অংশ হিসেবে প্রথমসে সেতুর একপাশের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী গোটা সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। বিশেষজ্ঞরা পরিদর্শন করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version