Site icon Jamuna Television

রংপুরে মুক্তিযোদ্ধার বাড়ি করে দিলো সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত মরহুম বীরমুক্তিযোদ্ধা কর্পোরাল আব্দুল করিম ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুস সাত্তারের পরিবারকে বাড়ি করে দিলো সেনাবাহিনী।

সোমবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে মরহুম আব্দুস করিম ও আব্দুস সাত্তারের কাছে সেনাবাহিনীর রংপুর এরিয়া কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মং নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়।

এসময় বিগ্রেডিয়ার জেনারেল মং বলেন, সেনা প্রধানের এই বিশেষ প্রকল্পটি আমরা করোনা পরিস্থিতিতেও করে যাচ্ছি। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্মাণ ও তা হস্তান্তর করা হলো। যা অব্যাহত থাকবে। ঘর পেয়ে খুশি মরহুম পরিবারের স্বজনরা।

Exit mobile version