Site icon Jamuna Television

লঞ্চডুবির ১২ ঘণ্টা পর এক যাত্রীকে জীবিত উদ্ধার!

সদরঘাটে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে ডুবে যাওয়া লঞ্চের এক যাত্রীকে ১২ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা এয়ার লিফটিং পদ্ধতি ব্যবহার ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করার সময় ঐ যাত্রীকে মাঝনদী থেকে জীবিত উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল জানায় উদ্ধার করার সময় তাকে জীবিত পাওয়া গেছে। তিনি এখনো সুস্থ আছেন। তার হাত পা নড়ছে এবং চোখ খোলা পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে চারটি এয়ার লিফটিং ব্যবহার করে জাহাজটিকে অনেকটুকু উপরে তোলার পর একটি এয়ার লিফটিং ছিড়ে গেলে অতিরিক্তি আরো ২টি এয়ার লিফটিং ব্যবহার করে মোট ৬টি এয়ার লিফটিং দিয়ে জাহাজটিকে অনেকাংশে তোলার পর জাহাজের ভেতরে ঢুকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সেখানে তেল মবিল গায়ে মাখা অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। পরে দেখা যায়, তিনি জীবিত, চোখ নাড়ছেন। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তাকে যেহেতু জীবিত উদ্ধার করা গেছে এখন তাকে হাসপাতালে নিয়ে সুস্থ করে তোলার ওপরই অগ্রাধিকার দেয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

Exit mobile version