Site icon Jamuna Television

লঞ্চডুবিতে নিহতদের পরিবারের জন্য দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি

সদরঘাটের লঞ্চডুবির ঘটনায় নিহতদের পরিবারকে বিআইডব্লিউটির দুর্যোগ তহবিল থেকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে লঞ্চ যাত্রী ঐক্য পরিষদ।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এমন দাবি জানায়।

তারা বলে, মুন্সীগঞ্জ হতে আগত লঞ্চ “মর্নিং বার্ড” বুড়িগঙ্গা নদীতে চাঁদপুর গামী লঞ্চ “ময়ূরী-২”এর ধাক্কায় ডুবে যায়।ইতিমধ্যে একটা ভিডিওতে দুর্ঘটনার ভয়াবহতাও প্রত্যক্ষ করা যায়। লঞ্চ যাত্রী ঐক্য পরিষদ মনে করে এটা স্রেফ একটা দুর্ঘটনা নয়, এটা একটা হত্যাকাণ্ড। অনতিবিলম্বে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

একইসাথে তারা প্রত্যেক লঞ্চে পর্যাপ্ত লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখার দাবিও তোলে।

তারা আরও বলে, প্রায় প্রতিবছরই নদীপথে অসংখ্য দুর্ঘটনা দেখি কিন্তু এর কোন সুষ্ঠু তদন্ত ও বিচার দেখি না। ফলে এই বিচারহীনতা সংস্কৃতিও অনেকাংশে এসব দুর্ঘটনার জন্য দায়ী।

Exit mobile version