Site icon Jamuna Television

বুড়িগঙ্গায় লঞ্চডুবি, নিজেকে সান্ত্বনা দিতে পারছেন না সাকিব

২৪ ঘণ্টা পার হলেও তোলা যায়নি বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড। রাতভর কয়েক দফা চেষ্টা চালালেও লঞ্চটি উদ্ধারে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস। ডুবে যাওয়া লঞ্চ থেকে উদ্ধার করা হয় ৩২ জনের মৃতদেহ। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট খেলোয়ার সাকিব আল হাসান। তার অফিসিয়াল ফেসবুক পেজে এই শোক প্রকাশ করেন তিনি। পাঠকদের জন্য সাকিব আল হাসানের ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো।

“প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে আজ আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানী এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিঁখোজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোন ভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না।

পুরো পৃথিবীর এই ভয়ংকার ক্রান্তিকালে এমন দুর্ঘটনার কোন সান্ত্বনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভব্যিষতে এমন অনাকাঙ্খিত দুর্ঘটনা আর একটি যেন না হয় এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। করোনা সব সকল দুর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ।

মাত্র ৩০ সেকেন্ড দূরের পথে থেকেও, সারাজীবনের জন্য পরপারে পাড়ি জমানো সকল আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি।

টিবিজেড/

Exit mobile version