Site icon Jamuna Television

বড় কোনো পরিবর্তন ছাড়াই সংসদে আজ পাস হচ্ছে নতুন বাজেট

বড় কোনো পরিবর্তন ছাড়াই সংসদে আজ পাস হচ্ছে নতুন বাজেট

বড় কোনো পরিবর্তন ছাড়াই সংসদে আজ পাস হচ্ছে নতুন বাজেট। তবে পুঁজিবাজারে অর্থ বিনিয়োগের শর্ত শিথিল হচ্ছে। এর আগে সোমবার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার অর্থবিল সংসদে কণ্ঠভোটে পাস হয়। এখন বাজেট অনুমোদনের আনুষ্ঠানিকতা চলছে।

এবার দেশের ইতিহাসে বাজেট নিয়ে আলোচনা হয়েছে সবচেয়ে কম সময়। করোনার কারণে অধিবেশন বসেছে মাত্র ৮ দিন। যোগ দেয়ার সুযোগ পাননি অনেক সংসদ সদস্য। শুধু করোনা নেগেটিভ সার্টিফিকেট পাওয়া এমপিরাই অধিবেশনে যোগ দিয়েছেন।

এর আগে অর্থমন্ত্রী জানান, করোনাকালের এই বাজেটের সুফল পাবে প্রান্তিক মানুষ। ধাক্কা সামাল দিতে বাড়তি গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাত। বাজেটে ১০ ভাগ জরিমানা দিয়ে পুঁজিবাজারে ৩ বছরের জন্য কালো টাকা বিনিয়োগের প্রস্তাব থাকলেও, তা কমিয়ে ১ বছর করা হচ্ছে।

Exit mobile version