Site icon Jamuna Television

আমির খানের বাড়িতে করোনা হানা, মায়ের জন্য চাইলেন দোয়া

এবার ভারতীয় অভিনেতা আমির খানের বাড়ির কয়েকজন কর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এক ইনস্টাগ্রাম পোস্টে আমির খান এ তথ্য জানান।

আমির খান জানান, তিনি এবং তার পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ। তবে পরিবারের শেষ সদস্য হিসেবে মায়ের করোনা পরীক্ষা করা হয়েছে। ফলাফল যাতে নেগেটিভ আসে সেই দোয়া চেয়েছেন তিনি।

আমির খান পোস্টে লিখেছেন, “এটি আপনাদের অবহিত করার জন্য যে আমার কিছু কর্মীদের দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে। তাদের সঙ্গে সঙ্গেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আমাদের বাকি সবারই পরীক্ষা করা হয়েছে এবং সবাই নেগেটিভ।”

আমির খানের আগামী সিনেমা লাল সিং চাড্ডা ২০২০ সালের বড়দিনে মুক্তি পেতে পারে। এই সিনেমায় আমিরের সাথে কারিনা কাপুরকে দেখা যাবে। এর আগে শেষবার ২০১৮ সালে থাগস অফ হিন্দুস্তানে আমিরকে দেখা যায়।

Exit mobile version